Recent comments

ads header

গোপালনগরে নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার বাবা

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
দীর্ঘদিন ধরে মেয়ের উপরে যৌন নির্যাতন চালাত বাবা। মায়ের অভিযোগের ভিত্তিতে কীর্তিমান বাবাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাসুদেব রায়। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ।

সূত্রের খবর, ওই নাবালিকার মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ১৩ বছরের মেয়ের উপরে নির্যাতন চালাত তার বাবা। দীর্ঘদিন চলে এই নির্যাতন, কিন্তু ভয়ে মুখ খোলেনি মেয়ে। গতকাল বাবার কুকীর্তিতে অতিষ্ঠ হয়ে মায়ের কাছে সব কথা খুলে বলেন মেয়েটি। পরবর্তীতে মেয়েটির মা স্বামির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নাবালিকা মেয়ের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে কীর্তিমান বাবাকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

No comments