এবার মাস্ক না পড়ে রাস্তায় বেরোলে ১ লক্ষ টাকা জরিমানা
নিউজ অনলাইন: সারা বিশ্ব জুড়ে করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত সেইভাবে কোনো ফলপ্রসূ ভ্যাকসিন বেরোয়নি। কিন্তু করোনা মোকাবিলায় মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। গোষ্ঠী সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব যাতে ঠিকঠাক ভাবে বজায় থাকে সেই কারণে সরকারের তরফ থেকে বেশ কিছুবার লকডাউন ঘোষণা করা হয়েছে, এবং এখনও কিছু কিছু রাজ্যে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
এবার ভারতের ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে কেউ যদি মাস্ক ছাড়া রাস্তায় বেরোয় তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হবে, এবং লকডাউন না মানলে দু বছরের সশ্রম কারাদন্ড পর্যন্ত হতে পারে।
No comments