শিলিগুড়িতে লোকালয়ে হাতি,ব্যাপক চাঞ্চল্য
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বুধবার রাতে শহর শিলিগুড়িতে লোকালয়ে ঢুকে পড়ল তিনটি হাতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে বুধবার রাতে শিলিগুড়ির আশিঘর,ঘোগোমালি,চয়নপাড়া সহ বিভিন্ন এলাকায় ওই তিনটি হাতি ঘুরে বেড়ায়। এরপর হাতিগুলিকে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশ ও বনদফতরকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বনদফতরের কর্মীরা। এরপর বনকর্মীদের প্রচেষ্টায় হাতি তিনটি জঙ্গলে ফিরে যায়।
No comments