Recent comments

ads header

Breaking News

হালিশহরে ছেলে ও বৌমার অত্যাচার সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধা মা


নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার অন্তর্গত বাগমোর এলাকায় ছেলে কাত্তিক ব্যানার্জি ও বৌমা নম্রতা ব্যানার্জির সাথে একসাথে থাকতেন কৃষ্ণা ব্যানার্জি। প্রতিবেশীদের অভিযোগ ছেলে এবং বউ খেতে দিত না কৃষ্ণা ব্যানার্জিকে এবং চলত অত্যাচার। অবশেষে সহ্য না করতে পেরে গতকাল রবিবার গায়ে আগুন দেয় বছর ষাটের কৃষ্ণা ব্যানার্জি। অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জে এ এন এম হসপিটালে। কিন্তু শেষ রক্ষা হলো না, হাসপাতালে মৃত্যু হয় কৃষ্ণ ব্যানার্জীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ। বৌমা নম্রতা ব্যানার্জিকে আটক করে পুলিশ। ইতিমধ্যে তদন্ত  তদন্ত শুরু করেছে পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করে কৃষ্ণা ব্যানার্জীর মেয়ে।


No comments