Recent comments

ads header

Breaking News

চীনা সংস্থার সাথে চুক্তি বাতিল করতে চলেছে ভারতীয় রেল

নিউজ অনলাইন: লাদাখ সীমান্তে চীনের হাতে বিনা প্ররোচনায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর থেকে দেশ জুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভের ঝড় উঠেছে। বিভিন্ন ভাবে চীনা দ্রব্য বয়কটের দাবি জানিয়েছে বিভিন্ন মহল। 
সূত্রের খবর চীনা সংস্থা কে দেওয়া ভারতীয় রেলের বরাত মাঝপথেই বাতিল করতে চলেছে ভারতীয় রেল।  বৃহস্পতিবার চিনের সঙ্গে ভারতীয় রেলপথ প্রদত্ত চুক্তি বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া। কাজের অগ্রগতি না থাকার কারণেই ভারতের পক্ষ থেকে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে।
ভারতীয় রেলের উন্নয়নের জন্য বেইজিং ন্যাশনাল রেলওয়ে গবেষণা এবং ডিজাইন ইনস্টিটিউট অফ সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশন গ্রুপ কম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছিল ভারত। সূত্রের খবর ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া (ডিএফসিসিল) বেইজিং ন্যাশনাল রেলওয়ে গবেষণা ও ডিজাইন ইনস্টিটিউট অফ সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশন গ্রুপকে দেওয়া চুক্তি বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে।

No comments