নৈহাটিতে বেসরকারি ব্যাংকের সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ যুবক
নিউজ অনলাইন : উত্তর ২৪ পরগনার নৈহাটি থানার অন্তর্গত রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে দুই সন্দেহজনক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নৈহাটি থানার টহলদারী গাড়ি গত ৪ই সেপ্টেম্বর রাতে রামকৃষ্ণ সিনেমা হল সংলগ্ন অক্সিস ব্যাংকের সামনে একটি সন্দেহজনক গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে, গাড়িটিতে তল্লাশি চালিয়ে দুটি বন্দুক এবং কার্তুজ সহ দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটক হওয়া দুই যুবকের কথায় অসঙ্গতি ধরা পড়ায় এবং উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর কোন কাগজপত্র দেখতে না পারায় নৈহাটি থানার পুলিশ খুরশিদ ইকবাল এবং জিসান আহমেদ নামে দুই যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর বছর ২০ বয়সের এই দুই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর এলাকায়। পুলিশ তদন্ত করে দেখছে এই দুই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে কি উদ্দেশ্যে রাতের বেলা ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিল। এদিন গ্রেফতার হওয়া দুই যুবককে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
No comments