ব্যাক্তিগত সফরে সস্ত্রীক বেলুড় মঠ আসলেন রাজ্যপাল জগদীপ ধানকার
সৌভিক সরকার, নিউজ অনলাইন: সম্পূর্ণ ব্যক্তিগত সফরে দক্ষিনেশ্বর থেকে বেলুড়মঠে এলেন সস্ত্রীক মাননীয় রাজ্যপাল আজ বিকাল ৩.৫০ মিনিটে তিনি বেলুড়মঠে আসেন। এসেই তিনি সপরিবারে সাধারণ সম্পাদক স্বামী শিবানন্দএর সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে বেরিয়ে সোজা মন্দিরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কে প্রণাম নিবেদন করেন এবং তারপর সোজা তার ভবনের দিকে যাত্রা করেন। তারই মধ্যে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বেলুড় মঠ বা দক্ষিণেশ্বর নিয়ে যে নিয়ম নীতি গুলো, সেগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে বলে তিনি জানান। এছাড়াও গতকাল ভারতীয় সেনার উপর বর্বরোচিত আক্রমণ এবং তাতে ভারতীয় সেনাদের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং পশ্চিমবঙ্গের দুজন শহীদের প্রতি শ্রদ্ধা জানান। একইসাথে কিছুদিন পরে তিনি সেই শহীদদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাদের হাতে কিছু সাহায্য তুলে দেবার কথাও জানান। এক কথায় এই ব্যক্তিগত সফরে এসে তিনি কিন্তু ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ভুললেন না।
No comments