বসিরহাট ঘোঁজাডাঙা স্থলবন্দর খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ ট্রাক মালিক, শ্রমিক ও এজেন্টদের
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
লকডাউন উঠে যওয়ারা পর অন্য বন্দর গুলি চালু হলেও বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্ত ঘোঁজাডাঙা স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানী বন্ধের প্রতিবাদে ও বন্দর খোলার দাবিতে আজ বসিরহাট মহকুমা শাসকের দফতরের সামনে বোর্ড ঘাটে ইটিণ্ডা রোডে অবস্থান বিক্ষোভ করে ঘোজাডাঙা স্থল বন্দর কমিটি। তাদের বক্তব্য দীর্ঘ দিন লকডাউনের ফলে এই বন্দর বন্ধ থাকায় এখন পর্যন্ত এই বন্দর চালু না হওয়ায় ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত হাজার হাজার শ্রমিক ট্রাক মালিক ও এজেন্টরা অনাহারে দিন কাটাচ্ছে।
No comments