সেহারাবাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল "বাংলার যুব শক্তি" বিষয়ক সভা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: রাজ্যের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি বাংলার যুব শক্তি টিম ঘোষণা করেন। তারপরই পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের যুব সভাপতি সঞ্জীব হাজরা খণ্ডঘোষ ব্লক যুব শক্তি টিম গঠন করেন।
আজ সেহারাবাজরে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।
এদিন ব্লক যুব সভাপতি সঞ্জীব হাজরার অধীনে পাঁচ জনের একটি বাংলার যুব শক্তি টিম গঠন করা হয়।
উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সুজন মন্ডল, পার্থসারথি মন্ডল, খণ্ডঘোষ ব্লক যুব সভাপতি সঞ্জীব হাজরা, কার্যকারী সভাপতি উত্তম মজুমদার, সাধারণ সম্পাদক শেখ মুস্তাকিম সহ আরও অনেকে।
No comments