বালুরঘাট ইউথ হোস্টেলে এবার হতে চলেছে কোভিড হাসপাতাল
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট ইয়ুথ হোস্টেলকে তৈরি করা হচ্ছে কোভিড হাসপাতাল তার শেষ পর্যায়ের কাজ চলছে জোরকদমে আগামী ২৪ তারিখে উদ্বোধন হবে এই হাসপাতাল তার আগে তার আগে হাসপাতালে কাজ কি রকম চলছে তা খতিয়ে দেখতে গেলেন বালুঘাটের জেলার জেলাশাসক নিখিল নির্মল জেলা স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে অতিরিক্ত জেলা শাসক প্রণব কুমার ঘোষ ও অন্যান্য আধিকারিকরা। কোরোনার সংক্রমণ বেড়ে চলায় নতুন কোভিড হাসপাতাল(লেভেল ৪) চালু করতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বালুরঘাট হোসেনপুর এলাকায় থাকা নবনির্মিত ইয়ুথ হোস্টেলকে পুরোপুরি কোভিড হাসপাতাল তৈরি করা হচ্ছে। কোভিড হাসপাতাল তৈরীর জন্য জোর কদমে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। আগামী ২৪ শে জুলাই থেকে কোভিড হাসপাতালটি চালু করে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
No comments