রাজ্য পুলিশ মেডেল পেতে চলেছেন বীজপুর থানার আই সি
সৌভিক সরকার: এবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ মেডেল প্রাপকদের যে তালিকা বেরিয়েছে, তার মধ্যে প্রশংসা পদক প্রাপকদের তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বীজপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী জয় প্রকাশ পান্ডের। সাধারণত কর্মরত অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে সু দক্ষতার জন্য এই মেডেল দেওয়া হয় রাজ্য পুলিশের কর্মীদের। প্রসঙ্গত জয়প্রকাশ পান্ডে বীজপুর থানায় আসার পর থেকে তার দক্ষতার পরিচয় দিয়েছেন। এছাড়াও তিনি এর আগে যেখানে কর্মরত ছিলেন সেখানেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। সেই কারণেই তাকে রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রশংসা পদক দেওয়া হচ্ছে।
No comments