ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হল সেচমন্ত্রী পার্থ ভৌমিককে
নিউজ অনলাইন ডেস্ক : ৩রা আগস্ট রাজ্য মন্ত্রীসভায় রদবদলের ফলে নতুন ৮টি মুখ দেখা গেল মন্ত্রী হিসেবে। সেই ৮ জনের মধ্যে জায়গা গেয়েছেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক তথা নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক। এদিন রাজভবনে পূর্ন মন্ত্রী হিসেবে শপথ নেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তাকে সেচ ও জলপথ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে নৈহাটি পুরসভায় গিয়ে তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিন ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাসুম আখতার, সুব্রত পাল, অরুন ঘোষ সহ অন্যান্যরা।
নতুন দায়িত্ব পেয়ে পার্থ ভৌমিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন, তার উপর ভরসা রাখার জন্য। তিনি আরও জানিয়েছেন , যেভাবে এতদিন নিষ্ঠার সাথে বিধায়ক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন, একই ভাবে মন্ত্রীত্ব পাওয়ার পরেও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করবেন।
No comments