উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলরকে গুলি মারার ঘটনায় পুলিশের জালে চার
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ব্যারাকপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বিদায় তৃণমূল কাউন্সিলর চম্পা দাস কে গত শনিবার ইছাপুর মায়া পল্লী এলাকায় তার নিজের বাড়ির সামনেই দুটি বাইকে করে এসে চার দুষ্কৃতী গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা বা কি উদ্দেশ্যে তাকে এভাবে গুলি করে খুন করার চেষ্টা করলো তার তদন্তে নেমে নোয়াপাড়া থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর বিশেষ তদন্তকারী দল ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রকি দাস, সুরজিৎ ঘোষ, তপন বিশ্বাস ও সুজিত সূত্রধর। এরা চারজনেই সুপারি কিলার হিসেবে পরিচিত। এদের প্রত্যেকের নামে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর একাধিক থানায় অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। চম্পা দাস কে গুলির ঘটনায় রকি মাস্টারমাইন্ড বলে মনে করছে পুলিশ।রকির বাড়ি মায়াপল্লী এলাকায় এবং বাকি তিনজনের বাড়ি জগদ্দলে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
No comments