Recent comments

ads header

Breaking News

১৮ দিন পর পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়ল তমলুক ব্লকের নীলকুন্ঠা অঞ্চলে

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: 
হায়দ্রাবাদ থেকে বাড়ি এসে ১৮ দিন পর করোনা পজেটিভ ধরা পড়লো পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ব্লকের নীলকুন্ঠা অঞ্চলের গড়কিল্লা গ্রামের এক পরিযায়ী শ্রমিকের । করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিককে পাঁশকুড়া করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। নীলকুণ্ঠা অঞ্চল প্রধান অশোক কুমার পাইক জানান যে  "গতকাল রাতে লালারসের পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে অ্যাম্বুলেন্সে করে পাঁশকুড়া করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমরা ওই কারণে আক্রান্ত পরিযায়ী শ্রমিক কোন কোন জায়গায় গিয়েছিল  তার খোঁজখবর শুরু করেছি ।এবং তার পরিবারকে কোরাইন্টাইন  রাখার ব্যবস্থা করছি। এলাকা স্যানিটাইজার করার ব্যবস্থা করছি। এলাকা মানুষের কাছে আমার বিনীত অনুরোধ  মাস্ক পড়ুন, স্যানিটাইজার ব্যবহার করুন, অযথা বাড়ির বাইরে বের হবেন না, ভয় পাবেন না সতর্ক থাকুন"। অঞ্চলে প্রথম করোনা পজিটিভ ধরা পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

No comments