খন্ডঘোষে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ সভা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি মনোনীত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণে এই রাজ্যে পেট্রোল-ডিজেলের মূল্য আকাশছোঁয়া। যার প্রভাবে প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি হয়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ খেটে খাওয়া মানুষজন। এরই প্রতিবাদে প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো আজ। পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রামে। উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা খণ্ডঘোষ ব্লক গ্রাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত, প্রতিবাদ সভার সভাপতি সমরেন্দ্রনাথ ঘোষ, খণ্ডঘোষ ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী ঝর্ণা পাল, কৈয়র অঞ্চল উপপ্রধান শাজাহান মন্ডল, তৃণমূল কংগ্রেস কর্মী শফিকুল ইসলাম সহ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা। (কল্যাণ দত্ত )
No comments