কেরল থেকে বর্ধমানে এসে পৌঁছল শ্রমিক স্পেশাল ট্রেন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ আবার কেরল থেকে ট্রেনে বাংলায় ফিরলেন পরিযায়ী শ্রমিকরা।
পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে দেশে ট্রেন চালু হয়েছে। সেইমতো রাজ্যে, তথা বর্ধমান স্টেশনে এসে পৌছায় একটি বিশেষ শ্রমিক স্পেশাল ট্রেন। স্টেশনের বিভিন্ন জায়গায় দড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়, যাতে করে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে।
কেরল শুধুমাত্র একটি গন্তব্যস্থল নয়, একটি অভিজ্ঞতার গাথাকাহিনীও বটে। কেরল ফেরত শ্রমিকরা ফিরে এলো সেইসমস্ত অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে। কেরলের স্মৃতি আগলে রাখতে বয়ে আনলো কেরলের নারিকেল গাছ। কাজ হারিয়ে এক অনাবিল হাসি আর চোখে অবিশ্বাসের ছাপ বুঝিয়ে দিচ্ছিলো হয়তো তারা ভাবতেও পারেনি কেরলের স্মৃতি বিজড়িত নারিকেল গাছ নিয়ে করোনার হুঙ্কারে কেরল ত্যাগ করতে হবে।
No comments