জনসাধারণের জন্য খুলে দেওয়া হল দক্ষিণেশ্বর মন্দির
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির আজ আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো। তবে, আগামী শনিবার থেকে ভক্তরা সকালে তিন ঘন্টা এবং বিকেলে তিন ঘন্টা মায়ের পুজো দিতে পারবেন। ওই সময় মন্দির খোলা থাকবে। কোভিড- 19 জনিত পরিস্থিতিতে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশের জন্য একগুচ্ছ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। দর্শনার্থীদের জীবাণুনাশক টানেলের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে বলে দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে কুশল চৌধুরী জানিয়েছেন।
No comments