Recent comments

ads header

Breaking News

বাঁকুড়ার ইন্দাস থানার উদ্যোগে চলছে স্থানীয় ছাত্র ছাত্রীদের জন্য অনলাইন ক্লাস

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: সারাদেশ জুড়ে করোনা পরিস্থিতির মোকাবিলার কারণে স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দীর্ঘ আড়াই মাসেরও বেশী  সময়ে চরম সমস্যায় অসংখ্য ছাত্র ছাত্রী। আর তাদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছিল বাঁকুড়া জেলা পুলিশ। ইন্দাস থানার উদ্যোগে অগনিত ছাত্র ছাত্রীদের গত এপ্রিলের ২২ তারিখে শুরু হয়েছিল 'অনলাইন  শিক্ষা ব্যবস্থা'। ৪৯ দিন পরেও সেই প্রচেষ্টা অব্যাহত। প্রতিদিন পূর্ব নির্দ্ধারিত সময়ে থানার বিশেষ শ্রেণী কক্ষে উপস্থিত হচ্ছেন বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা। আর বাড়িতে বসেই অসংখ্য ছাত্র ছাত্রী অঙ্কের জটিল সমস্যার সমাধান থেকে বাংলা, ইংরেজী, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের নানান প্রশ্নের সহজ উত্তর পেয়ে যাচ্ছে। জেলা পুলিশের এই উদ্যোগ ও ইন্দাস থানার এই ব্যবস্থাপনায় খুশি শিক্ষক থেকে ছাত্র ছাত্রী সকলেই।

No comments