পাঁশকুড়ায় বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগদান
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিধায়ক ফিরোজা বিবি পাঁশকুড়ার দলীয় পার্টিঅফিসে একটি সাংবাদিক বৈঠক ডাকেন বুধবার বিকেলে।এদিন ফিরোজা বিবি অভিযোগ করেন,বর্তমান করোনা মোকাবিলায় এবং আমফান ঝড়ে বিপর্যস্ত বাংলা।এই সময় বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রান চেষ্টা চালিয়ে মানুষের পাশে থেকে কাজ করছেন।তবে এইসময় বিজেপি বিভিন্নভাবে মানুষজনদের ভুল বোঝাচ্ছো।পাঁশকুড়া এলাকাতেও একইভাবে তৃনমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।তাই এই চরমসময়ে বর্তমান তৃনমূল সরকারের পাশে থাকার জন্য আহ্বান জানান বিধায়ক ফিরোজা বিবি। এদিন নির্দল থেকে তৃণমূলে যোগ দেন রওসনা খাতুন বিবি।ঘোষপুর পঞ্চায়েতের গোটপোতার পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগদান করেন।
No comments