উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানী পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আর একটি পঞ্চায়েত বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃনমুল কংগ্রেস। এবার বাগদার সিন্দ্রানী পঞ্চায়েতের দখল নিল তৃনমুল। আজ উত্তর ২৪ পরগনার জেলা পরিষদে তিতুমীর হলে বিজেপির দুই সদস্য তৃনমুল কংগ্রেসে যোগ দেন।আর তার জেরেই বাগদা পুনঃরুদ্ধার শুরু দাবী তৃনমুলের জেলা সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই দিন তিনি এই জেলায় আগামী ৩১ শে ডিসেম্বরে মধ্যে বিজেপির দখলে থাকা সব পঞ্চায়েতই তারা নিয়ে নেবে।এইদিন স্বরুপনগরের বাগনানী পঞ্চায়েতের দুজন সদস্যও বিজেপি থেকে যোগ দেন তৃনমুল কংগ্রেসে।বছর দুয়েক হতে গেল পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে তারপরও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত গুলি গঠন হয়নি।শুধুমাত্র হাইকোর্টে মামলার কারনে সমিতি ও পঞ্চায়েত গঠন করা যাচ্ছে না বলে দাবী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।এই খাদ্য মন্ত্রী জানান আমফানের ক্ষতিপূরন পেতে নির্দিষ্ট ফর্ম পূরন করে বিডিও কাছে আবেদন করতে হবে।অন্যথা কোন ক্ষতি পূরন পাওয়া যাবে না।
No comments