দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল উচ্চমাধ্যমিক ছাত্রী
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক উচ্চ মাধ্যমিক ছাত্রী। ঘটনাটি ঘটেছে তপন মনোহলী এলাকায় ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে।
পুলিশে সূত্রে খবর মৃত ওই কিশোরীর নাম জয়া বর্মন (১৮)। বাড়ি তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের মনোহলি এলাকায়। সে নয়াবাজার হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এদিন কিশোরীর আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকা জুড়ে। গেছে তপন থানার মনোহলি এলাকার বাসিন্দা বিপুল বর্মন পেশায় কৃষক। বিপুল বাবুর বড় মেয়ে জয়া বর্মন সে নয়াবাজার হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতো বুধবার রাতে খাবার নিজের ঘরে পড়াশোনা করছিল জয়া। রাতে তার ছোট ভাই দিদিকে ডাকতে গেলে দেখতে পায় কিশোরীর ঝুলন্ত মৃতদেহ। এরপরে পরিবার লোকজন মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনার পরে শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকা জুড়ে। এদিন পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে মৃতা কিশোরীর পরিবারের লোকজন জানান।
No comments