Recent comments

ads header

Breaking News

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী ভবনের কাজ পুনরায় শুরু হল

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: প্রায় ১৭৬ বছর আগে ইতালীয় স্থাপত্যের আদতে বর্ধমান রাজবাড়ী নির্মাণ হয়। আর ১৭৬ বছর পরে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ভবন তৈরি হয়। এই সুবর্ণ জয়ন্তী ভবনটির উদ্বোধন করেন তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। নতুন ভবনের পাশাপাশি নবরূপে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং একটি ফটো এলবাম ও রাজ্যপাল উদ্বোধন করেছিলেন। তবে উদ্বোধন হলেও বহুদিন অবশিষ্ট কাজ বন্ধ ছিল। এবার শুরু হলো অবশিষ্ট কাজ। চলতি বছরের ডিসেম্বর এর মধ্যেই সমাপ্ত হতে পারে পুরো কাজ। এদিন সুবর্ণ জয়ন্তী ভবন পরিদর্শনে আসেন ভাইস চ্যান্সেলর নিমাই চন্দ্র সাহা, রেজিস্টার অভিজিৎ মজুমদার, জয়েন্ট রেজিস্টার দেবীদাস মন্ডল, ইঞ্জিনিয়ার অরিজিৎ চ্যাটার্জী, আসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নির্মল পাল, আই সি সুজিত পাল, ডেপুটি কন্ট্রোলার প্রদীপ কুমার মন্ডল সহ অন্যান্য উচ্চতর কর্তাব্যাক্তিরা।

No comments