ফের খুলে দেওয়া হলো দক্ষিন দিনাজপুর জেলার মিউজিয়াম
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট : লকডাউনের জেরে দীর্ঘ ৮৫ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে ফের খুলে দেওয়া হলো দক্ষিন দিনাজপুর জেলার মিউজিউম।
যদিও খোলার চারদিন পার হয়ে গেলেও দর্শক সংখ্যা নেই বললেই চলে। করোনা অতিমারির জেরে এমনিতেই স্কুল কলেজ বন্ধ। এছাড়াও মানুষ খুব জরুরী প্রয়োজন ছাড়া খুব একটা বাড়ির বাইরে পা বাড়াচ্ছে না। তার উপর দিনের বেলায় অতি চড়া রোদ তাই পুরাতত্ব দর্শনকারি থেকে জ্ঞানর্জনকারি কাউকেই মিউজিউমের ধারে কাছে ঘেষতে দেখা যাচ্ছেনা।অথচ করোনার সক্রমন ছড়িয়ে পড়ার থেকে বাচতে মিউজম কে পুরোপুরি স্যানিটাইজেশনের পর দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
তবে মিউজিউম কর্তিপক্ষের আশা সবে তো খুলল এর পর ধীরে ধীরে পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলেই ফের আগের মত দর্শনকারী থেকে জ্ঞানুর্জনকারি পিপাসুরা মিউজিউমে ভীড় জমাবে।
No comments