জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বালুরঘাটে এলেন উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার বালুরঘাটে এলেন উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়। এদিন সকালে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়াতে জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। এদিনের বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে, রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ সহ অন্যান্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীরা। প্রশাসনিক কবিড মিটিং শেষ করে তিনি জানান বর্তমানে জেলায় ভয়াবহ পরিস্থিতি চলছে। সাস্থ আধিকারিক কে জানানো হয়েছে সাংবাদিক দের কাছে সব খবর দেবার কথা বলা হয়েছে। কারন হিসাবে তিনি জানান পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য পৌচ্ছেনা। এতে জেলায় বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি জানান বালুর ঘাটের করনা সোয়াব টেষ্টের জন্য একটি পরীক্ষা কেন্দ্র তৈরী করার কথা জেলা স্বাস্থ্য আধিকারিক কে তৈরী করার কথা বলা হয়েছে বলে জানান উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়।
No comments