দীঘায় উদ্ধার হল বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: দীঘায় উদ্ধার হল একটি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামের মানুষ ভিড় জমায়। ঘটনার খবর পেয়ে হাজিগড় দীঘা থানার পুলিশ। তারপরেই হাজির হয় দীঘা বনদপ্তর আধিকারিকরা। এরপর থেকে উদ্ধার করে শংকরপুর বিট হাউসে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গেছে কচ্ছপের একটি পা নেই। চিকিৎসার করার পর সমুদ্রের ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।
No comments