করোনা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু এম্বুলেন্স চালকের
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ সকাল সাড়ে ছটা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মেছোগ্রামের কাছে দুজন করোনা রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় হাসপাতালের কিছুটা আগেই পথদুর্ঘটনায় মৃত্যু হলো এ্যাম্বলেন্স চালকের।জানা গেছে গতকালই কোলাঘাট এলাকায় দুজন করোনা রোগী ধরা পড়ে।তাদের নিয়ে ভোরে রওনা দেয় এ্যাম্বুলেন্স চালক রাজু মন্ডল(৩৫)।এরপর সকাল মেছোগ্রাম বড়োমা করোনা হাসপাতালের কিছুটা আগেই ৬ নম্বর জাতীয় সড়কে ট্রাকের পেছনে ধাক্কা মারে।ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্স চালক রাজু মন্ডলের মৃত্যু হয়।জকম হয় দুই করোনা আক্রান্ত রোগী।এরপর তাদের উদ্ধার করে দুই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে কোলাঘাটে।
No comments