কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটি ১৮ নং শাখার উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
নিউজ অনলাইন: করোনা হোক বা আমফান যে কোনো বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো যে বামফ্রন্ট ভোলেনি, সেটা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বারবার প্রমান করে দিচ্ছে বাম নেতা কর্মীরা। আর এই কারণেই ১৪ই জুন রবিবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার সার্কাস ময়দানে কাঁচরাপাড়া এরিয়া কমিটি ১৮ নং শাখার উদ্যোগে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেত্রী গার্গী চ্যাটার্জি সহ স্থানীয় বাম নেতা কর্মীরা।
"কেউ খাবে, কেউ খাবে না
তা হবে না - তা হবে না!"
'সার্কাস ময়দান' কাঁচরাপাড়ায় আজ ১৪.০৬.২০২০ রবিবার সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত কাঁচরাপাড়া এরিয়া কমিটি ১৮ নং শাখার উদ্যোগে মোট ১৩৫ টি পরিবারের হাত বিনামূল্যে মাছ ও সবজি বাজার তুলে দেওয়া হল।।
নিত্য প্রয়োজনীয় মাছ ও সবজি বাজার:-
১) আলু ৫০০ গ্রাম
২) পেঁয়াজ ৩০০ গ্রাম
৩) কাঁচকলা ২ পিস
৪) পটল ৫০০ গ্রাম
৫) পুঁই শাক ৩০০ গ্রাম
৬) বাঁধাকপি ১ কেজি (১ পিস)
৭) টমেটো ৩০০ গ্রাম
৮) ঝিঙে ৩০০ গ্রাম
৯) লেবু ১ পিস
১০) লঙ্কা ১০০ গ্রাম
১১) কুমড়ো ৫০০ গ্রাম
১২) ঢেঁরশ ৩০০ গ্রাম
১৩) রুই মাছ ৪০০ গ্রাম
No comments