Recent comments

ads header

Breaking News

ফের নতুন করে ১৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট: টানা তিনদিন জেলায় করোনা সক্রমনের কোন হদিস না মিললে আজ চতুর্থ দিনে কিন্তু একলাফে  ফের নতুন করে ১৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। আক্রান্তদের মধ্যে ৫ জন মহিলা রয়েছে। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০ জন। এরা সবাই পারিযায়ী শ্রমিক বলেই স্বাস্থ্য দফতর সুত্রে জানা গেছে। যদিও  পুর্বের আক্রান্তদের মধ্যে ৪২ জন পুরোপুরি সুস্থ হয়ে বালুরঘাট কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে  নিজেদের বাড়িতে ফিরে গিয়েছেন।তারা বর্তমানে বাড়িতে আছেন। যার ফলে অনেকটা স্বস্তিতে জেলা স্বাস্থ্য দপ্তর।

এদিকে নতুন আক্রান্তদের কোভিড ও অ্যানেক্স কোভিড হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। এনিয়ে এখুনি সংবাদ মাধ্যমের সামনে কোন মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

জানা গেছে নতুন আক্রান্তদের বাড়ি জেলার কুশমণ্ডি, কুমারগঞ্জ, বংশীহারী ও বালুরঘাট ব্লকে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। আক্রন্তরা সকলে পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে।

No comments