এক অভিনব পদ্ধতিতে বালুরঘাটের সরকারি স্কুল গুলোতে চলছে পড়াশোনা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দীর্ঘ আড়াই মাসের উপরে রাজ্যের সমস্ত সরকারী প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় গুলি বন্ধ হয়েছে করোনা ভাইরাসের কারণে। লকদাউনে বেসরকারি স্কুলের পঠন পাঠন চলছে অনলাইনে কিছুটা কিন্তু বেহাল দশায় রয়েছে সরকারি স্কুল গুলি নেই দীর্ঘদিন পড়াশুনা কিন্তু এর মধ্যে স্কুলের প্রাক্তন ছাত্র দ্বারা কখনো বা স্কুলের প্রশ্ন প্রত্র তৈরি করে ছাত্র ছাত্রী দের কাছে পৌঁছে দিয়ে তাদের থেমে থাকা শিক্ষার বাতিটি একটু হলেও উজ্জ্বল করার প্রয়াস করছেন শিক্ষক শিক্ষিকারা। দক্ষিন দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রাম গুলির মধ্যে এই ভাবে পরিষেবা দিয়ে চলছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আগামীতে লকডাউন পুরোপুরি শিথিল হয়ে গেলেও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সোশ্যাল ডিসটেন্স থাকা এবং সেনেটারাইজ ও ম্যাক্স ব্যবহার থাকবে অতি আবশ্যক। জানা গেছে বিদ্যালয়গুলির খুলে গেলে সমস্ত ক্লাসগুলো ক্ষেত্রে উপস্থিতির হার কিছুটা হলেও কমানো হবে। সপ্তাহের সাত দিনের মধ্যে ক্লাসের সংখ্যা এবং ছাত্র সংখ্যা ভাগ করে পঠন-পাঠন করা হবে বিদ্যালয়গুলিতে।কারণ এমারান ভাইরাস করোনা থেকে ছাত্র ছাত্রী দের রক্ষা করবার উপায় বর্তমান পরিস্থিতিতে স্কুলের শিক্ষক শিক্ষিকারা মনে করছেন।
No comments