পূর্ব মেদিনীপুরের খাদালগোবরা গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু শিশু কন্যার
প্রসূন ব্যানার্জী,দীঘা ঃ পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে খাদালগোবরা গ্রামে পুকুরে পড়ে মৃত্যু ২ বছরের শিশু কন্যার।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দীঘার কিছুটা দূরে খাদালগোবরা গ্রামের গোপাল মাঝির একমাত্র ২ বছরের কন্যা সন্তান ঋতু সোমবার বিকেলে বাড়ির সামনে খেলা করার সময় পরিবারের অলক্ষে পুকুরে পড়ে যায়। বহু খোঁজাখুঁজির পর পুকুরে শিশু টিকে ভাসতে দেখে পরিবারের লোকজন তড়িঘড়ি করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।
No comments