খড়দহে তৃণমূল কর্মীর বাড়িতে ভাংচুর, অভিযোগের তীর তৃণমূলের অন্য আর একটি গোষ্ঠীর বিরুদ্ধে
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনার খড়দহে সোমবার সন্ধ্যে বেলা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা। ভাঙচুর করা হল স্কুটি, সারমেয়কেও মারধর। তৃনমুলের অন্য আর এক গোষ্ঠীর দিকে অভিযোগ। ঘটনার পরে এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী, র্যাফ টহলদারী করে।
খড়দহ বিধানসভার পাতুলিয়া পঞ্চায়েতের ৫৬ নাম্বার বাস টার্মিনার্সের সংলগ্ন এলাকায় মুকেশ সিং এর বাড়িতে।পেশায় এয়ারকন্ডিশনার সার্ভিসের কাজ করেন।তার স্ত্রীর অভিযোগ এদিন সন্ধ্যায় বেশ কয়েকজন স্থানীয় তৃনমূল কর্মী বাড়িতে ঢুকে মুকেশকে স্থানীয় পার্টি অফিসে না যাওয়ার হুমকি দেয়। উঠোনে রাখা স্কুটি ভাঙচুর করে, উঠোনে রাখা টালি দিয়ে বাড়িতে পোষা বিদেশি সারমেয়কে মেরে সেখান থেকে চলে যায়।তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তৃণমূলের ব্লক সভাপতি সুকুর আলি সরাসরি অভিযোগ করেছেন ," এটা সদ্য খড়দহ পুরসভার নির্বাচিত কমিশনার কাজল সিনহার অনুগামীদের কাজ।"
কাজল সিনহা অবশ্য গোটা ঘটনা অজানা বলেই জানিয়েছেন এবং তার দলের কেউ এই ঘটনার সাথে জড়িত নয় বলে জানান।
No comments