কোলাঘাট ব্লকের খাড়িশা গ্রামে নরেন্দ্র মোদির চিঠি নিয়ে হাজির বিজেপি কর্মীরা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন : আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের খাড়িশা গ্রাম থেকে জেলায় শুরু হলো বিজেপির গৃহসম্পর্ক অভিযান।কেন্দ্রের বিজেপি সরকার করোনা মোকাবিলা থেকে শুরু করে বিদেশনীতি, রামমন্দির স্থাপনের উদ্যোগ,কৃষিক্ষেত্রে কৃষকদের পাশে দাঁড়ানো, আমফান ঝড়ে রাজ্যের পাশে মোদীর আর্থিক সাহায্যসহ একাধিক বিষয়ে কেন্দ্র যে জনহিতকর পদক্ষেপ গ্রহন করছে, সেই বিষয়ে বাড়িবাড়ি প্রধানমন্ত্রীর চিঠিসহ বার্তা পৌঁছে দিতে বিজেপি নেতৃত্ব এই গৃসম্পর্ক অভিযান এ নেমেছেন।মঙ্গলবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের খাড়িশা গ্রাম থেকে বৃক্ষরোপনের মাধ্যমদিয়ে গৃহসম্পর্ক অভিযানের সূচনা করেন বিজেপির রাজ্য নেতা অনুপম মল্লিক।এছাড়াও জেলা বিজেপি নেতা নবারুন নায়েক,বিজন মিত্র,দেবব্রত পট্টনায়েক,বিবেক চক্রবর্তী, সাদ্দাম হোসেন সহ একাধিক বিজেপি নেতৃত্ব এই গৃহসম্পর্ক অভিযানে অংশ নেন।
No comments