Recent comments

ads header

শিলিগুড়ির ফ্ল্যাটে মধুচক্রের আসর, গ্রেফতার ৯

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির শাস্ত্রী নগরের একটি ফ্ল্যাটে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। এরপর মধুচক্রের আসর থেকে নয়জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে পাঁচ জন যুবতী ও চারজন যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বেশ কিছু দিন ধরেই ওই ফ্ল্যাটে চলছিল মধুচক্রের আসর। এরপর অভিযোগের ভিত্তিতে হানা দেয় পুলিশ। এবং সেখান থেকে গ্রেফতার করা হয় নয়জনকে। ধৃতদের নাম নন্দলাল আগরওয়াল,অরবিন্দ কুমার শর্মা, সাজন সিং ও সৌরভ দে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

No comments