মেছেদায় বেশ কিছু তৃণমূল কর্মী যোগ দিল বিজেপিতে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে শহীদ মাতঙ্গিনী মন্ডল এক মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি গন অবস্থান কর্ম সূচীর আয়োজন করা হয়। মূলত তাদের দাবি এলাকার বাঁপুর- মেছেদা থাল, মাতঙ্গিনী গেস্ট হাউস থেকে গুলুড়িয়া পর্যন্ত খাল, থার্মাল গেট থেকে শ্রীকৃষ্ণপুর পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে, মেছেদার জঞ্জাল নিষ্কাশনে পর্যাপ্ত ভ্যাট নির্মাণ সহ প্রত্যহ জঞ্জাল পরিষ্কার ইত্যাদি দাবিতে অবস্থান কর্ম সূচী গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়ক, রাজ্য কমিটির সদস্য অনুপম মল্লিক ও জেলার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি ও অন্যান্য নেতৃত্ব এবং এই সভাতে ৬০ জন তৃণমূলের কর্মী বিজেপিতে যোগদান করেন। যার মধ্যে অনেকেই সংখ্যালঘু মোর্চায় যোগদান করেন।
No comments