তিন কোটি টাকা তছরূপের অভিযোগে হাবড়ায় গ্রেফতার রাইস মিলের মালিক
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
২০১৮ সালের এপ্রিল মাসে খাদ্য বিভাগ থেকে অভিযোগ করে হাবড়া থানায়। ঘটনার তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। গৌড়বঙ্গ রোডে অবস্থিত রাইস মিলের মালিক রাজদ্বীপ রায় বয়স ৫৫ তার বিরুদ্ধে খোঁজখবর চালায় হাবড়া থানার পুলিশ। ঘটনার সূত্রে জানা যায়, খাদ্য বিভাগ থেকে ধান নিয়ে তার বিনিময় চাল দেওয়ার কথা ছিল রাইস মিলের মালিক এর, কিন্তু তা না দিয়ে রাইস মিল বন্ধ করে পালিয়ে যায় রাইস মিলের মালিক। দীর্ঘদিন পরে তদন্তের সন্ধানে পেয়ে রবিবার বিকালে অভিযুক্তকে বিধাননগর কমিশনারেটের নারায়ণপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে হাবড়া থানা পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সাথে আর কারা যুক্ত আছেন।এবং সোমবার বারাসাত আদালতে পাঠানো হয়।
No comments