রাজ্যের বেসরকারি স্কুলগুলির ফি মুকুবের দাবি সহ একাধিক দাবি নিয়ে সল্টলেকে বিধান মূর্তির সামনে অবস্থান বিক্ষোভে বসল বিজেপির শিক্ষা সেল
সৌভিক সরকার, নিউজ অনলাইন: রাজ্যের বেসরকারি স্কুলগুলির ফি মুকুবের দাবি সহ একাধিক দাবি নিয়ে সোমবার সল্টলেক বিধান মূর্তির সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপির শিক্ষা সেল। অবস্থান বিক্ষোভে ছিলেন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি, বিজেপি নেতা সায়ন্তন বসু, বিজেপি নেতা কিশোর কর। বিকাশ ভবনে শিক্ষা দফতরে ডেপুটেশন দেওয়ার জন্য বিজেপির শিক্ষা সেলের পক্ষ থেকে ৪ জনের প্রতিনিধি দল যায় কিন্তু ডেপুটেশন গ্রহণ করা হয়নি শিক্ষা দফতরের পক্ষ থেকে।
No comments