ত্রাণ নিয়ে রাজনীতি করছে রাজ্যের শাসক দল, এই অভিযোগে বনগাঁ বিডিওর কাছে ডেপুটেশন দিল বিজেপি
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আমফানের ত্রাণ নিয়ে রাজনীতি করছে রাজ্যের শাসক দল এই অভিযোগে বনগাঁ বিডিওর কাছে ডেপুটেশন দিল বিজেপি। এদিন সকালে বিজেপি কর্মী সমর্থকরা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর ৬ দফা দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দেন দশজনের বিজেপির এক প্রতিনিধিদল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন পঞ্চায়েতের বিরোধী দল নেতারা। ডেপুটেশন শেষে সাংসদের দাবি এরপরও যদি শাসকদল দুর্নীতি করে তাহলে সেই দুর্নীতিকারীদের ব্যবস্থা নেবে বিজেপি।
No comments