Breaking News

সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতল বিল্ডিংয়ে ১০ তলায় আগুন, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে


সৌভিক সরকার, নিউজ অনলাইন: কলকাতা সল্টলেকের সেক্টর ফাইভে একটি বহুতল অফিসে আগুন লাগে রবিবার সকাল দশটা নাগাদ। এরপর সেই আগুন সারা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার এলার্ম বাজার পর সবাই তড়িঘড়ি দমকল কে খবর দেয় এবং ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইলেকট্রিক সর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে।


No comments

হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের পক্ষ থেকে বীজপুরের করোনা যোদ্ধাদের দেওয়া হল সম্বর্ধনা

সৌভিক সরকার, নিউজ অনলাইন: বুধবার হালিশহর বলাকা শিশুমহল ক্লাবের উদ্যোগে অভিনব প্রয়াশ দেখল গোটা বীজপুর। আমফান ঝড় ও করোনাভাইরাস প...