এবার করোনায় আক্রান্ত হলেন টিটাগড় পুরসভার পুরানি বাজার এলাকার এক গৃহবধূ, সিল করা হল এলাকা
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ফের করোনার থাবা টিটাগড়ে। এবার টিটাগড় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুরানি বাজার এলাকায় করোনা আক্রান্ত হলেন এক গৃহবধূ। গত বেশ কয়েকদিন ধরে ঐ মহিলা জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে তিনি স্থানীয় একজন চিকিৎসককে দেখালে তারমধ্যে করোনা উপসর্গ থাকায়, তাকে খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতলে পাঠানো হয় করোনার টেস্টের জন্য। এরপরই টেস্ট করা হয়, আজ তার রিপোর্টে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ, টিটাগড় পৌরসভার পৌর প্রধান প্রশান্ত চৌধুরী এবং টিটাগড় পৌরসভার কর্মীরা। গোটা এলাকা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত মহিলাকে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার বাড়ি এবং গোটা অঞ্চলে তার সংস্পর্শে আসা মানুষের তালিকা বানানোর কাজ শুরু হয়েছে বলে জানান পৌর প্রধান প্রশান্ত চৌধুরী। প্রশান্ত বাবু আরো জানান গত এক মাসে সেই মহিলার বাজার ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো ইতিহাস পাওয়া যায়নি। ইতিমধ্যেই এলাকায় যাতে মানুষ বাড়ি থেকে বের না হয় সেই জন্য পৌরসভা এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে মাইকিং শুরু করা হয়েছে।
No comments