Recent comments

ads header

Breaking News

করোনা অতিমারি সময়ে PID-র বিনামূল্যে অনলাইন পরিষেবার ১১২ দিন

নিউজ অনলাইন: গত ১১২ দিন ধরে PID, PID SAHAS, PID CORONA AWARENESS TEAM, PID JIBIKAR SANDHANE নিরবিচ্ছিন্ন পরিষেবা দিয়ে চলেছে। প্রায় ৪০ হাজার পরিযায়ী শ্রমিকদের ১৭টি রাজ্য থেকে ঘরে ফেরানোয় সহায়তা প্রদান, অসুস্থ মানুষদের টেলিমেডিসিন পরিষেবা ও কাজহারা মানুষদের জন্য কাজের সন্ধানে আন্তরিক প্রয়াস নিয়ে চলেছে। এই কাজে ১৯ জন প্রথিতযশা চিকিৎসকরাও যুক্ত হয়েছেন সরাসরিভাবে। পরোক্ষেএও বহু চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠান ও রক্তদাতা সংগঠন PID SAHAS এর কাজে সহায়তা দিয়ে চলেছে।আমাদের সাথে রাজ্যের প্রতিটি জেলার স্বেচ্ছাকর্মী যুক্ত হয়েছেন। কোনও অর্থানুকূল্য নিয়ে নয়, মনের বল ও সদিচ্ছাকে সম্বল করে আমাদের সকল কর্মী কাজ করে চলেছেন। গ্রুপে প্রচারবিমুখ কর্মীরাই নীরবে কাজ এগিয়ে নিয়ে চলেছেন। ধাপে ধাপে করোনা অতিমারির পর্বে PID যদি পরিষেবা অব্যাহত রাখতে পারে তাহলে বহু সাধারণ ও অসহায় মানুষ উপকৃত হতে পারেন। তারপর সময়ের তাগিদ অনুভব করলে PID থাকবে। সময়ের দাবিতে তৈরি PID, PID SAHAS, PID CORONA AWARENESS TEAM, PID JIBIKAR SANDHANE। সময় পাল্টে গেলে PID সেই পরিস্থিতিতে কিভাবে এগুবে তাও পরিস্থিতি ও সময় বলে দেবে। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছি না, সময়কে মোকাবিলা করার জন্য যখন যা করণীয় সেইভাবে এগিয়ে চলেছি।ভবিষ্যতের কথা ভবিষ্যতই বলবে। আমরা, আমাদের কাজটি করে চলি একটু প্রথাগত প্রাতিষ্ঠানিক চেহারার বাইরে থেকেই তবে পারিবারিক পরিমণ্ডলের চরিত্র বজায় রেখে। দেখা যাক না...
সকলকে People In Distress পরিবারের পক্ষ‌ থেকে শুভেচ্ছা। আপনারা এগিয়ে আসুন মনের দ্বিধা-দ্বন্দ্ব-জড়তা ঝেড়ে ফেলে করোনা অতিমারিতে যে যা পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সামনের দিন কঠিন আসছে, আমাদের সংহতিও জোরদার হচ্ছে।
ডাঃ দেবপ্রিয় মল্লিক, সুকুমার মিত্র, স্বপন মণ্ডল, সোহম পট্টনায়ক
যোগাযোগ- pidsahas@gmail.com
ওয়েবসাইট- https://peopleindistress.in
ফোন-9233231209/8759622658/7001526115/9432426048/9475228242/ 9775132837/9734412157

No comments