Recent comments

ads header

Breaking News

রাস্তায় দুধের প্যাকেট ফেলে প্রতিবাদ শিল্প শহরে

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: 
কোভিড থাবার জেরে আজ রাজ্য জুড়ে  সম্পূর্ণ লক ডাউন। আর রাজ্য সরকারের এই নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন হয় সেই দায়িত্ব জনগণের পাশাপাশি সমাজের আইন রক্ষকদেরও।  সেই দায়িত্ব পালন করার সময় পূর্বমেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া টাউন শিপে নজরদারির চলাকালীন। টাউন শিপের একটি দুধের দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। যদি ও লক ডাউনের ছাড়ের যে তালিকা  সেই তালিকায় জরুরি ও অত্ত্বাবসকীয় পণ্য পরিষেবার মধ্যেই পড়ে।হলদিয়া থানার পুলিশ জোরপূর্বক অন্যায় কাজ করছে বলে অভিযোগ ওই ব্যাবসায়ীর। 
 "টাউন শিপের ওই বিক্রেতা বলেন, আমি দুধের ডিলার, আজ বন্ধ জানি আমাদের ডিপো থেকে জেনেছি দুধের পরিষেবার ছাড় আছে। তাই প্রায় ১০,০০০ টাকার বেশি দুধ  তুলেছি আমি। কিন্তু থানার পুলিশ গাড়ি এসে বলে দোকান বন্ধ করুন। আমি বহুবার বলা সত্ত্বেও  আমার কথা শোনেননি ওই পুলিশ অফিসার।আমি বললাম এত দুধ কি করবো। উনি বললেন রাস্তায় ফেলুন আর দোকান বন্ধ করুন তাই ফেলেছি রাস্তায়"।

No comments