জামালপুর ব্লকে আবারও মিললো একজন করোনা আক্রান্ত ব্যাক্তির খোঁজ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকে মিললো আবারও একজন করোনা পজেটিভে আক্রান্ত ব্যাক্তির খোঁজ। শুত্রুবার জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের উদ্যোগে জামালপুর ব্লকের, পাড়াতল ২ অঞ্চল অন্তর্গত উক্ত ওই আক্রান্ত ব্যাক্তির পরিবারের উদ্যেশ্যে পৌঁছানো হোলো খাদ্যসামগ্রী। পাড়াতল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাফিয়া বেগমের নিকট নির্দেশ আসে জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের কাছ থেকে, তারপরই নির্দেশ অনুযায়ী উক্ত অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে দেওয়া হয় খাদ্যসামগ্রী। জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন, "আমার কাছে খবর আসে জামালপুর ব্লকের, পাড়াতল ২নং পঞ্চায়েতে এক ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, সাথে সাথেই উক্ত অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানাই আক্রান্ত ওই ব্যাক্তি এবং তার পরিবারের উদ্যেশ্যে কিছু খাদ্যসামগ্রী পৌঁছানোর কথা। সেইমতোই আজ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছানো হোলো। তিনি বলেন, একজন করোনাভাইরাস আক্রান্তের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার সহ মানবিকতার সাথে পাশে দাঁড়ানো উচিত। তিনি আরও বলেন, আতঙ্ক নয়, সচেতনতাই করোনাভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ"।(কল্যাণ দত্ত)
No comments