মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি নেতা রাহুল সিনহার গ্রেফতারের দাবিতে অভিযোগ দায়ের অশোকনগরে
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি নেতা রাহুল সিনহার গ্রেফতারের দাবিতে অভিযোগ দায়ের অশোকনগর থানায়।
আজ ছাত্র যুব বয়জেষ্ট বহু মানুষকে সঙ্গে করে এবং বিশিষ্ঠ সমাজসেবী তথা তৃণমূল কর্মী সুমন দেবনাথের নেতৃত্বে অশোকনগর থানায় সকলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে স্লোগান তুলে রাহুল সিনহার গ্রেফতারের দাবিতে অভিযোগ জমা করেন ।। সুমন দেবনাথ জানান,বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে করে বিজেপি নেতা রাহুল সিনহা যেভাবে এবং যে ইঙ্গিতে কুরুচিকর ও অশালীন ভাষায় আক্রমন করেন তার তীব্র বিরোধিতা করছি।।রাহুল সিনহা শুধু আমাদের মাতৃ সম মমতা বন্দ্যোপাধ্যায় কেই নয় বরং রাজ্যের সকল মা বোনদের অপমান করেছেন।সুতরাং রাহুল সিনহা কে গ্রেফতার করতেই হবে,এই আমাদের দাবি।তিনি আরো বলেন,রাহুল সিনহার ক্ষমতা থাকলে ময়দানে নেমে লড়াই করুন বুকের পাটা দেখবো।এভাবে ক্যামেরার সামনে চমকিয়ে লাভ নেই।।" এদিন রাহুল সিনহার গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা অশোকনগরে।
No comments