রেড জোন থেকে আমতা গ্রামীন এলাকায় এক পরিবারের আসা ঘিরে এলাকায় চাঞ্চল্য
কল্যাণ অধিকারী, নিউজ অনলাইন: হাওড়া রেড জোন থেকে চলে এসে গ্রামীণ এলাকা আমতার মৈনান গ্রামে উঠেছেন তিন জনের এক পরিবার। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একজন স্বাস্থ্য কর্মী এসে ওঁনাদের ঘরে থাকতে বলেছেন। জয়পুর বি পি এইচ সি'র চিকিৎসক মিঠুন মাইতি জানান, বিষয়টি দেখছি। স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলছি। গোটা দিন এলাকার মানুষজন বাড়ির মধ্যে রয়েছেন। মানুষজন এলাকার বাইরে বের হচ্ছেন না। ওই পরিবারের প্রবীণ ব্যক্তির বয়স ৬৫, স্ত্রীর বয়স ৫০ এবং ছেলের বয়স ৩২ বলে জানা গেছে। হাওড়া থেকে দুটি বাইকে করে এসে মৈনান শীতলাতলায় গ্রামের বাড়িতে উঠেছেন। লকডাউন চলাকালীন রেড জোন থেকে এভাবে চলে আসায় সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়েছে।
No comments