মিম বানিয়ে ক্ষমা চাওয়ার নামে দ্বিতীয়বার সাংবাদিকদের অপমান করলেন মহুয়া মৈত্র!
নিউজ অনলাইন: ৬ই ডিসেম্বর নদীয়ার গয়েশপুরে তৃণমূলের কর্মীসভায় তৃণমূল সাংসদ তথা নদীয়ার তৃণমূল জেলা সভাপতি মহুয়া মৈত্র সাংবাদিকদের উদ্দেশ্যে "দু পয়সার প্রেস" বলেন। মহুয়া মৈত্রর এই বক্তব্যের পরে সমালোচনার ঝড় উঠেছে সারা দেশের সাংবাদিকদের মধ্যে। সকলের একটাই দাবি তার এই বক্তব্যের জন্য মহুয়া মৈত্রকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এরপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ৭ই ডিসেম্বর মহুয়া মৈত্র ৬ই ডিসেম্বরের তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার টুইটার একাউণ্ট থেকে মিম বানিয়ে টুইট করে ক্ষমা চান। যদিও এদিন ফের তার টুইটের মিম নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। তার টুইট দেখে মনে হচ্ছে তিনি পুনরায় সাংবাদিকদের অপমান করেছেন।
No comments