হালিশহরে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার তিন তৃণমূল কর্মী
সৌভিক সরকার, নিউজ অনলাইন, উত্তর ২৪ পরগণা: ১২ই ডিসেম্বর রাতে উত্তর ২৪ পরগনার হালিশহর বারেন্দ্রগলিতে সৈকত ভাওয়াল নামে বিজেপি কর্মী খুনের ঘটনায় ১৩ তারিখ সকালে বীজপুর থানার তৎপরতায় গ্রেপ্তার তিন তৃণমূল কর্মী, সুদিপ্ত ঘোষ ওরফে রাইডার বাবাই, সোমনাথ গাঙ্গুলী ওরফে কেলে সোমনাথ, সুমন সাহা ওরফে লাছা। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 325 307 আইপিসি 120/B ধারায় মামলা রুজু হয়। ধৃতদের এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে।
No comments