Recent comments

ads header

Breaking News

বিজেপি নেতার ছবির নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া ফেস্টুন ঘিরে শুরু হয়েছে বিতর্ক

রোহিত সেখ , নিউজ অনলাইন, বোলপুর, বীরভূম: 
বোলপুর শান্তিনিকেতনে ২০ তারিখে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগেই বোলপুর শহর জুড়ে বড় বড় ফেস্টুন ছেয়ে গেছে শহর সেই ফেস্টুনে দেখা যাচ্ছে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার ছবি আর তার ঠিক নিচেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পাশাপাশি তার নিচেই রয়েছে বিজেপি নেতা অনুপম হাজরার ছবি আর সেটাকেই তৈরি হয়েছে বিতর্ক। ফেস্টুনের নিচেই সৌজন্যে বোলপুর শান্তিনিকেতন সংস্কৃতি বিকাশ সমিতি। এই ফেস্টুন ওয়ালা ছবি ঘিরে আশ্রমিক মহলে উঠেছে নিন্দার ঝড় ।বিভিন্ন মহলের বক্তব্য রবীন্দ্রনাথের সঙ্গে এই নেতাদের তুলনা করায় যায়না ছবি তো দূরের কথা এইভাবে রবীন্দ্রনাথকে ছোট করা যায় না। যদিও বর্তমানে রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে করুন অবস্থা। অমিত শাহ বোলপুর ডাকবাংলা থেকে রেলি করবেন।দেখা যাচ্ছে বড় বড় ফেস্টুনে এই বিতরকের ছবি। তারপরই অমিত শাহ যাবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠান বিশ্বভারতীতে সেখানে উপাচার্যের সঙ্গে কথা বলবেন বিজেপি নেতা কর্মীরা। কিন্তু তার আগেই এই ধরনের ফেস্টুনে কার্যত বিতর্ক দেখা দিয়েছে। উঠেছে নিন্দার ঝড়। যদিও বিজেপির অভিযোগ এই এই ফেস্টুন তারা লাগাইলি ,এটা তৃণমূলের চক্রান্ত তাদেরকে বদনাম করার জন্যই এই ধরনের কার্যকলাপ করেছে। তৃণমূলের বক্তব্য বিজেপির বহিরাগত নেতাকর্মীরা বাংলার কালচার বোঝেনা। এর আগেও প্রমাণ পাওয়া গেছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপির নাম উঠেছিল। একইভাবে রবি ঠাকুরকে অপমান করে বিজেপি নেতার নিচে রবি ঠাকুরের ছবি। বিজেপি শুধুমাত্র রাজনীতি করার জন্যই এই ধরনের কার্যকলাপ করছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে মাথায় করে রাখি।

No comments