Recent comments

ads header

Breaking News

শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে কলকাতা থেকে কোচবিহার গামী সরকারি বাস, মৃত ৩, আহত ১০

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন, দার্জিলিং: 
সোমবার ভোররাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের সদরগছে ৩১ নং জাতীয় সড়কের উপর সরকারি যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষ। এই ঘটনায় মৃত্যু তিনজনের আহত আরও দশ জন। জানা গিয়েছে যে এদিন সরকারি বাসটি কোলকাতা থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় বিধাননগরের সদরগছে একটি মাল বোঝাই ট্রাক ৩১ নং জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে ছিল। এরপর বাসটি দ্রুত গতিতে পেছন থেকে সজোরে ধাক্কা মারে ট্রাকটিতে। এর ফলে দুমড়ে মুচড়ে যায় যাত্রি বোঝাই বাসটি। এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। তরীঘরী স্থানীয়রা খবর দেন বিধাননগর থানার পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে বিধাননগর ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ খবর দেয় দমকল। এবং শিলিগুড়ি ও নকশালবাড়ি থেকে একটি করে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে।  দমকলকর্মী ও পুলিশ কর্মীরা গ্যাস কাটার দিয়ে কেটে মৃতদেহগুলি উদ্ধার। এবং আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে বাস যাত্রীরা জানিয়েছেন যে বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিল। অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা। জানা গিয়েছে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।

No comments