বোলপুরে গৃহবধূর রহস্য মৃত্যু, পলাতক অভিযুক্ত
রোহিত সেখ , নিউজ অনলাইন, বোলপুর , বীরভূম:
বোলপুর থানার ১৭ নং ওয়ার্ড শুড়ি পাড়ার বাসিন্দা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো। গৃহবধূর পরিবারের দাবি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে ইলামবাজার থানার শীর্ষ পঞ্চায়েতের উত্তরকোনার বাসিন্দা সুষমা রায়ের সাথে পাঁচ বছর আগে বোলপুর থানার শুরু পাড়ার বাসিন্দা মহাদেব রায়ের বিয়ে হয়।অভিযোগ তারপর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত মহাদেব রায়। মদ্যপান অবস্থায় এসে মারধর করতো , টাকার জন্য মারধর করতো, মেয়ে বাবা অনেকবার টাকাও দিয়েছ। শনিবার সকালে বাড়ির কাজকর্ম করার পর সুষমা রায়ের তার বাবার বাড়িতে নবানির জন্য যাওয়ার কথা ছিল।কিন্তু তার আগে খবর পাওয়া যায় সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।গৃহবধূর বাড়ির লোকজন বোলপুরে এসে অভিযোগ করছে তাদের বাড়ির মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে মহাদেব রায়। ওই গৃহবধূকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার ময়না তদন্ত শুরু হয়েছে। মৃতার বাড়ির লোক বোলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। মৃতের শ্বশুর বাড়িতে তালা ঝুলছে
পুলিশ মৃতার শশুর কে আটক করেছে। তার স্বামী এখন পলাতক। ঘটনা তদন্তে বোলপুর থানার পুলিশ।
বাইট:- সাহের পাল
No comments