Recent comments

ads header

Breaking News

মরসুমের প্রথম কুয়াশার দেখা পেল বালুরঘাট বাসী

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, দক্ষিণ দিনাজপুর: ২০২০ সালে করোনা থেকে শুরু করে গ্রীষ্মের দাবদাহ, বর্ষার বৃষ্টি, বন্যার ভ্রুকুটি, মনোরম শরৎ, হেমন্ত সকল কিছুই সহ্য করে চলছে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী।  ঠিক তার পরেই দক্ষিণ দিনাজপুরবাসীকে ঠান্ডার পরশ এনে দিতে  আজ মরশুমের প্রথম কুয়াশার দেখা পেল বালুরঘাট বাসী। কুয়াসায় বালুরঘাট শহরে আজ দৃশ্যমানতা ছিল স্বাভাবিকের থেকে  অনেকটাই কম। পাশাপাশি ঘন কুয়াশার কারনে তাপমাত্রাও নেমে গেছে অনেকটাই। গরম পোশাক পরে৷ বালুরঘাটবাসী এই মরসুমের প্রথম ঠান্ডাকে উপভোগ করতে বেড়িয়ে পড়েছে বাড়ি থেকে সকাল সকাল। আজ ঘন কুয়াশার কারণে সকাল দশটা বেজে গেলও সুর্য দেবের দেখা না মেলায় এই ঠান্ডা যে আরও বাড়বে তা বলাই যায়।


No comments